ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নীলফামারীতে বসুন্ধরা এলপি গ্যাস ব্যবহারে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
নীলফামারীতে বসুন্ধরা এলপি গ্যাস ব্যবহারে কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীতে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ ব্যবহার নিয়ে গৃহিণীদের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শহরের রেড চিলি হোটেলে দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এলপি গ্যাসের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় অর্ধ শতাধিক গৃহিণী অংশগ্রহণ করেন।



দুর্ঘটনা প্রতিরোধ, এলপি গ্যাসের নিরাপদ ব্যবহার বিষয়ক গৃহিণীদের জনসচেতনতা সৃষ্ঠিতে দেশব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বিএলপিজিএল ও এসআইসিএলের জেনারেল ম্যানেজার (সেলস) মীর টিআই ফারুক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-রংপুর ডিভিশনের ম্যানেজার আহমেদ আলী রিপন, ব্যান্ড বিভাগের সাইফুর আজিম, পরিবেশক ফরহানুল হক।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন-নীলফামারী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এসএম শফিকুল আলম, সাবেক সভাপতি সোহেল পারভেজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা প্রমুখ।

বক্তারা সাম্প্রতিক সময়ে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ এবং প্রতিকারের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেন। এছাড়া এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রতিরোধে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর যথাযথ মান নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবহারকারীদের সচেতনতার বিষয়টিও গুরুত্ব দেন।

বক্তারা বলেন, অন্যান্য গ্যাস সিলিন্ডারের চেয়ে বসুন্ধরা এলপি গ্যাসের আলাদা বৈশিষ্ট রয়েছে। বসুন্ধরা এলপি গ্যাস নিরাপদ, সঠিক ওজন, গাদ নেই, আন্তর্জাতিক মান ও পরিবেশ সম্মত। এসময় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।

শেষে এলপি গ্যাস ব্যবহার বিষয়ক কুইজ প্রতিযোগিতায় তিনজন এবং র‌্যাফেল ড্রতে দশজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

বেশিরভাগ কোম্পানির নিজস্ব রি-টেস্টিং ও মান নিয়ন্ত্রণের সুব্যবস্থা না থাকায় কম দামে পুরানো ও নিম্নমানের সিলিন্ডার বাজারজাত করছে। ফলে ভোক্তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অবৈধ গ্যাস রিফিলিং রোধে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন হয়ে কেবলমাত্র অনুমোদিত ডিলার এবং রিটেইলার পয়েন্ট থেকে গ্যাস সিলিন্ডার সংগ্রহের আহ্বান জানান বক্তারা।

জেনারেল ম্যানেজার (সেলস) মীর টিআই ফারুক জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে বসুন্ধরা এলপি গ্যাস দেশব্যাপী নিরাপদ নিবাস ক্যাম্পেইন চালু করেছে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।