ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখাপত্র শুভঙ্কর সাহা বলেছেন, স্কিমিং ডিভাইস দিয়ে গ্রাহকের এটিএম কার্ডের তথ্য চুরি করে ২০ লাখ ৫৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
বেসরকারি খাতের ইস্টার্ন, ইউসিবি, সিটি ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪০ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এই টাকা তোলা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে দেশে কার্যরত বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্ড ডিভিশনের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন শুভঙ্কর সাহা।
তিনি আরও বলেন, ৪টি ব্যাংকের ৬টি এটিএম বুথে স্কিমিং ডিভাইস স্থাপন করে দুর্বৃত্তরা। ওই সময় প্রায় ১২০০টি এটিএম কার্ডের লেনদেন হয়েছে। ফলে ওইসব কার্ডের তথ্য চুরি হওয়ার আশঙ্কায় কার্ডগুলো বন্ধ করে নতুন করে গ্রাহকদের কার্ড দেওয়া জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ইস্টার্ন ব্যাংকের ২৮ গ্রাহকের কার্ড নকল করে ১৭ লাখ ৫৩ হাজার টাকা, সিটি ব্যাংকের ৪ গ্রাহকের ১ লাখ ৪০ হাজার, ইউসিবি’র ৭ গ্রাহকের ১ লাখ ২৬ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এক গ্রাহকের কার্ড ক্লোন করে ৪০ হাজার টাকা তুলে নিয়েছে সাইবার সন্ত্রাসীরা।
ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, সব বুথে অ্যান্টি স্কিমিং ডিভাইস বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাগনেটিক স্ট্রিপ কার্ড বাদ দিয়ে ইএমভি চিপযুক্ত কার্ড প্রচলনের কথা বলা হয়েছে।
দৈনিক ও প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার বিষয়ে তাদের পরামর্শ চাওয়া হয়েছে। এছাড়া প্রতিদিন সিসিটিভি মনিটরিংসহ আগে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এটিএম জালিয়াতি প্রসঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্ড ডিভিশন ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের (এডিসি) প্রধানদের সঙ্গে বৈঠক করে পেমেন্ট সিস্টেমস বিভাগ।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬/আপডেট: ১৯১২ ঘণ্টা.
এসই/এটি