ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘গুণে-মানে অনন্য’ বসুন্ধরা টিস্যু সবার জন্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
‘গুণে-মানে অনন্য’ বসুন্ধরা টিস্যু সবার জন্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: গুণে-মানে অনন্য, বসুন্ধরা টিস্যু সবার জন্য। পণ্যের গুণগত মান বজায় রেখে বসুন্ধরা টিস্যু জয় করে নিয়েছে পুরো দেশের বাজার, ছড়িয়ে পড়ছে বহির্বিশ্বেও।

বর্তমানে টিস্যু বলতে দেশের মানুষ মনে করে বসুন্ধরা টিস্যুই। আর এটি সম্ভব হয়েছে গ্রাহকের আস্থা অর্জনের মধ্য দিয়ে।  
 
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ফেনীর টাইম পাস চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড স্কিম-২০১৫ এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন আগত অতিথিরা।  
 
‘সমৃদ্ধির পথে মিলি এক সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ফেনীর পরিবেশক এনামুল হক।  
 
এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা পেপার মিলসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহিনুর রহমান।

প্রতিষ্ঠানের এরিয়া সেলস ম্যানেজার নূর উদ্দিন তারেকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ডিভিশনাল ম্যানেজার আতিকুল এহসান, ছাগলনাইয়া অঞ্চলের পরিবেশক মজুমদার অ্যান্ড সন্স এর স্বত্বাধিকারী আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ নাজিম আহমেদ ভূঞাঁ প্রমুখ।  
 
এ সময় বসুন্ধরা টিস্যু পণ্যের বিপনন বিষয়ে ব্যবসায়ীরা প্রশংসার পাশাপাশি পণ্যের মান আরও উন্নয়নের জন্য নানা মতামত তুলে ধরেন। পরে প্রধান অতিথি মো. শাহিনুর রহমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।  
 
অনুষ্ঠান শেষে দুই শতাধিক বিক্রয় প্রতিনিধির উপস্থিতিতে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন সৌভাগ্যবান বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
 
বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।