ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী মেলা

কৃষির সার্বিক উন্নয়নে কাজ করছে মধুমতি ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
কৃষির সার্বিক উন্নয়নে কাজ করছে মধুমতি ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের কৃষির সার্বিক উন্নয়নে সব ধরনের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে বেসরকারি মধুমতি ব্যাংক লিমিটেড। ‍ চাষি ও খামারিদের ঋণের মাধ্যমে আর্থিক সহযোগিতা করায় তৃণমূল পর্যায়ে বেশ সুনামও অর্জন করেছে ব্যাংকটি।


 
রাজধানীতে চলমান আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী মেলায় আলাপকালে এমনটাই জানালেন মধুমতি ব্যাংক লিমিটেডের হেড অব বিজনেস ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শাহীন হাওলাদার।
 
তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ভিশনে এগিয়ে যাচ্ছে সেখানে মধুমতি ব্যাংক কৃষি পর্যায়ে আর্থিক সহযোগিতা করে অংশীদারিত্ব করছে। এ লক্ষ্যে দেশের চাষি, খামারি, উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে ব্যাংকটি।
 
তিনি জানান, গত বছর কৃষিতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া লক্ষ্যমাত্রা মধুমতি ব্যাংক ২৪০ ভাগ বেশি অর্জন করেছে। চলতি বছরেও লক্ষ্যমাত্রা ছেড়ে যাবে। সরকারের উন্নয়নের নীতির সঙ্গে তাল মিলিয়ে ব্যাংকটিও এগিয়ে যেতে চায়।

মধুমতি ব্যাংকের এ ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তৃণমূল পর্যায়ের গ্রাহকদের সর্ব্বোচ্চ প্রাধান্য দিয়ে শহর ও গ্রামে প্রায় সমান সংখ্যক ব্রাঞ্চ অফিস খুলে কার্যক্রম পরিচালনা করছে মধুমতি ব্যাংক। ভুট্টা, মশলা, কৃষি খামারসহ নানা বিষয়ে ঋণ দিয়ে যাচ্ছে তারা।
 
তৃণমূলে সেবার পরিধি আরও বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে এ কর্মকর্তা বলেন, ইতিমধ্যে আমাদের ডিজিটাল ব্যাংকিং চালু হয়েছে। কিছুদিনের মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এজেন্টের মাধ্যমে মধুমতি ব্যাংকের কার্যক্রম সম্পাদন করা হবে। এতে একেবারে তৃণমূলের গ্রাহকদের সেবা নিশ্চিত সম্ভব হবে।
 
কৃষকদের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতিতে এবং দেশকে খাদ্যে স্বয়সম্পূর্ণ করার লক্ষ্যে মধুমতি ব্যাংক লিমিটেড কৃষি ঋণ চালু করেছে। কৃষি ঋণের মধ্য রয়েছে একেবারে কৃষি ক্ষেত্রের জন্য ‘মধুমতি শ্যামলীমা’, খামার ঋণের জন্য ‘মধুমতি শ্যামলছায়া’ ইত্যাদি।
 
মৎস্যচাষি, হ্যাচারি, পোল্ট্রি খামার, গরু মোটাতাজাকরণ, দুগ্ধ খামার, বায়োগ্যাস, হাঁস পালন, সৌর শক্তি, কৃষি যন্ত্রপাতি, গ্রামীণ পরিবহন, তাঁত শিল্প, টিস্যু কালচার, ফুল চাষ, মাশরুম চাষ এরকম নানা বিষয়ে ব্যাংকটি ঋণ দিয়ে সহযোগিতা করছে দেশের চাষি, খামারিদের।
 
স্বল্প সুদ আর সহজ শর্তে ঋণ কার্যক্রম পরিচালনায় ইতিমধ্যে গ্রাহকদের আস্থাও অর্জন করেছে বলে জানালেন ব্যাংকটির স্টলের কর্মীরা। স্টল থেকে তরুণ এসব কর্মীরা দর্শনার্থীদের কাছে তুলে ধরেছেন ব্যাংকটির নানা কার্যক্রম।
 
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
একে/জেডএস

** প্রাণী সম্পদকে সমৃদ্ধ করছে অ্যাডভান্সড এনিমেল সায়েন্স
** ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী চিকিৎসার সম্পূর্ণ সমাধানে এসিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।