ঢাকা: বাংলাদেশের কয়লা কারখানার উন্নয়নের জন্য বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে পোল্যান্ড।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে পোল্যান্ডের উপ-মন্ত্রী রাদোস্লাভ দোমাগাল্স্কি লাবেভ্স্কির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করে।
রাদোস্লাভ বলেন, পোল্যান্ড বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক শক্তি হওয়ার অংশীদার হতে চায়। বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়াতে চায়। পোল্যান্ড বিশ্বাস করে, বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতি এদেশের অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদেশের টেক্সটাইল, সিরামিক্স, লেদার, ফারমাসিউটিক্যাল, লাইট ইঞ্জিনিয়ারিং ও সার্ভিস সেন্টারে বিনিয়োগ করতে চায় দেশটি।
একই সঙ্গে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ বাইসাইল, পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, চিংড়ি, তামাক, জুতা, পুতুলসহ অন্য পণ্য কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে দলটি।
এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুনসহ দু’দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরএম/ওএইচ/এসএস