ঢাকা: সিটি ব্যাংকে বিনিয়োগ করছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি)। সম্প্রতি সিটি ব্যাংকের শেয়ার ক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে প্রতিষ্ঠান দু’টির মধ্যে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দি ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে. হুসেইন এবং আইএফসি’র কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার এ চুক্তি পত্রে সই করেন।
চুক্তি অনুসারে যথাযথ কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে আইএফসি’র নামে ৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ২৩১টি নতুন শেয়ার ইস্যু করবে সিটি ব্যাংক। প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে ২৮ টাকা ৩০ পয়সা (১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে থাকছে ১৮.৩০ টাকা প্রিমিয়াম)।
চুক্তির ফলে আইএফসি পাচ্ছে সিটি ব্যাংকের পাঁচ শতাংশ শেয়ারের মালিকানা আর সিটি ব্যাংক আইএফসি’র কাছ থেকে পাচ্ছে মোট ১৩১ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৫৩৭ টাকার বিনিয়োগ। পাশাপাশি সিটি ব্যাংককে তিন বছর মেয়াদে ২ কোটি ডলার ইকুইটিতে রূপান্তরযোগ্য ঋণ দেবে আইএফসি।
এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের পরিচালক দীন মোহাম্মদ, আজিজ আল কায়সার, ব্যাংকের অন্যান্য পরিচালকরা এবং আইএফসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা এম রেহান রশিদ ও বিনিয়োগ কর্মকর্তা এহসানুল আজিমসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ওএইচ/আরআই