ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টাকার সঠিক ব্যবস্থাপনায় এগিয়ে নারীরা

শাহেদ ইরশাদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
টাকার সঠিক ব্যবস্থাপনায় এগিয়ে নারীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর থেকে: বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান বলেছেন, টাকার সঠিক ব্যবস্থাপনায় পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। তাই নারীদের উদ্যোগ সফল হয়।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির এলাহী ভবন মিলনায়তনে এক নারী উদ্যোক্তা সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারাদেশ থেকে আগত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সফল নারী উদ্যোক্তাদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে উদ্যোক্তা উন্নয়নে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। নারী উদ্যোক্তা তৈরি করতে গত বছরই একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিটি শাখাকে বছরে নূন্যতম ৩ জন নতুন নারী উদ্যোক্তা খুঁজে প্রশিক্ষিত করার মাধ্যমে ঋণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আতিউর রহমান বলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে দুই দশক ধরে প্রান্তিক ও হতদরিদ্র আনসার-ভিডিপি সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এভাবে তারা গ্রামীণ দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ব্যাংকটির ৯০ শতাংশ শাখাই গ্রামে এবং উপকারভোগীর অর্ধেকের বেশি নারী। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়ন এবং চলমান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনেও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

দেশের উন্নয়নে নারীদের আরও অবদান রাখতে হবে। নারী উদ্যোক্তা ও নারীকর্মীর হাত শক্তিশালী হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। সম্মেলনে উপস্থিত নারীরা শুধু উদ্যোক্তা নন, এক-একজন মা। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্বও তাদের। একজন শিক্ষিত ও কর্মক্ষম মা-ই পারে সমাজ, দেশ ও জাতিকে উন্নত করতে।

এসময় আরও বক্তব্য রাখেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও ব্যাংকটির পরিচালক সৈয়দ মো. মতলুবুর রহমান, পরিচালক  ব্রি. জেনারেল (অব.) জসিম উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রি. জেনারেল মুহম্মদ নুরুল আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস্ উল ইসলাম।

সমাবেশ থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে ১১০জন সফল নারী উদ্যোক্তার হাতে ৫ হাজার করে টাকা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। একইসঙ্গে এসএ গেমসে প্রথম স্বর্ণ পদক অর্জন করায় রিক্রুট ব্যাটেলিয়ান আনসার মাবিয়া আক্তার সীমান্তসহ একক ইভেন্টে পদক জয়ী ১০জনকে, দলীয় ইভেন্টে ১৮জনকে স্বর্ণ পদকের জন্য ১লাখ টাকা, রৌপ্য পদকের জন্য ৭৫ হাজার টাকা ও ব্রোঞ্জ পদকের জন্য ৫০ হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

এর আগে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সফল নারী উদ্যোক্তা ঢাকার খিলগাঁওয়ের হনুফা বেগম, রাজশাহীর পারভীন ইসলাম ও চট্টগ্রামের সকিনা আকতার ব্যাংকের শেয়ার কিনে পরে ঋণ নিয়ে সফল হওয়ার অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে সম্মাননা ও ক্রেস্ট প্রাপ্ত নারীদের সফলতার গল্প নিয়ে রচিত সংগ্রামী ললনাদের সাফল্যগাথা শীর্ষক একটি সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।