ঢাকা: দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ব্যাংকিং সেবা দেবে বেসরকারি খাতের সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বসুন্ধরা গ্রুপের সঙ্গে ‘সাইনিং এগ্রিমেন্ট বিটুইন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড অ্যান্ড বসুন্ধরা গ্রুপ অন পে-রোল ব্যাংকিং’ শীর্ষক চুক্তি করেছে এসআইবিএল।
বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টারে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. বেলায়েত হোসেন ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এহসানুল আজিজ।
এ সময় বসুন্ধরা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, পিএসএস-কমার্সিয়াল ডিপার্টমেন্টের হেড মো. তারিকুল ইসলাম চৌধুরী, এসআইবিএল’র হেড অব ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন নাজমুস সাদাত, বসুন্ধরা শাখার প্রধান ওয়াহিদুল ইসলাম চৌধুরী, হেড অব রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট মো. মাহফুজুল হক ও ম্যানেজার মো. জহির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখার মাধ্যমে প্রদান করা হবে। এজন্য খোলা ব্যাংক হিসাব পরিচালনায় কোনো ধরনের সার্ভিস চার্জ নেবে না এসআইবিএল। হিসাব খোলার সঙ্গে সঙ্গে দেওয়া হবে ডেবিট কার্ড। নেওয়া হবে না এটিএম ব্যবহারের চার্জও। চার্জ ছাড়াই দেওয়া হবে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবা।
এছাড়াও রিটেইল ব্যাংকিং এর আওতায় সব ধরনের কনজ্যুমার প্রডাক্ট, আসবাবপত্র, বাড়ি-গাড়ি ও নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য ক্রয়ে ঋণ প্রদান করা হবে। কেউ ক্রেডিট কার্ড নিতে চাইলে দেওয়া হবে কার্ডের বার্ষিক চার্জের ৫০ শতাংশ ছাড়।
বিদেশে চিকিৎসার জন্য ১০ হাজার ডলারের বেশি নিতে চাইলে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতিও নিয়ে দেবে এসআইবিএল। সাড়ে ১১ শতাংশ মুনাফায় ফ্ল্যাট কেনার জন্য দেওয়া হবে ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ। সবগুলো সেবাই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ও বিধি মোতাবেক প্রদান করা হবে বলে জানান এসআইবিএল বসুন্ধরা শাখার প্রধান ওয়াহিদুল ইসলাম চৌধুরী।
এছাড়াও বেতনের বিপরীতে একমাসের বেতনের সমপরিমাণ টাকা অগ্রিম প্রদান করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসই/এএসআর