ঢাকা: আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারীদের (আইসিসি) অনলাইনে লেনদেনের পরিমাণ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে বিদেশি উৎস থেকে প্রতিবার পণ্য কেনায় একবারেই ৩০০ ডলার পর্যন্ত লেনদেন করা যাবে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করেছে।
পরে তা মুদ্রা লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারীরা (বার্ষিক ভ্রমণকোঠার অতিরিক্ত) প্রতিবার ৩০০ ডলারের কেনাকাটা করতে পারবেন।
তবে বছরে সর্বোচ্চ ১ হাজার ডলারের বেশি নয়। এক্ষেত্রে কার্ডধারী ব্যক্তিকে নিজ দায়িত্বে ক্রয়কালীন লেনদেনে প্রযোজ্য কর বা শুল্ক পরিশোধ করতে হবে।
কেনাকাটার ক্ষেত্রে বিভিন্ন ঝুঁকি কমাতে সতর্কতা অবলম্বন করতে হবে।
এর আগে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার সুযোগ থাকলেও সফটওয়্যার-বইপত্র কেনা, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ফি জমা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ থেকে অনলাইনে লেনদেনের সুযোগ ছিল না।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩০ মে আইসিসি ব্যবহার করে অনলাইনে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা আবেদনের ফিসহ অন্যান্য আর্থিক লেনদেনের সুযোগ দিতে একই বিভাগ থেকে সার্কুলার জারি করা হয়।
ওই প্রজ্ঞাপনে প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা ১০০ ডলার বেঁধে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসই/এমএ