সিলেট: সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স আয়োজিত স্থগিত হওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হবে শুক্রবার (২৫ মার্চ)। এদিন সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ।
বুধবার (২৩ মার্চ) বিকেলে সিলেট মেট্টোপলিটন চেম্বার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান, মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও চেম্বার পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
বক্তব্যে তিনি বলেন, গত ১৪ মার্চ সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতায় মেলা স্থগিত করা হয়। তবে মাঠ নিয়ে আইনি জটিলতা নিরসন হওয়ায় পুনরায় মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বাণিজ্য মেলা সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন। এবার মেলায় দুই শতাধিক স্টল থাকবে বলেও জানান নাদেল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হাসিন আহমদ, মেট্রো চেম্বারের প্রতিষ্ঠাতা পরিচালক তাহমিন আহমদ, হুরায়রা ইফতার হোসেন ও মকবুল হোসাইন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এনইউ/আইএ