ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২৫ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২৫ মার্চ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স আয়োজিত স্থগিত হওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হবে শুক্রবার (২৫ মার্চ)। এদিন সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ।



বুধবার (২৩ মার্চ) বিকেলে সিলেট মেট্টোপলিটন চেম্বার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান, মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও চেম্বার পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

বক্তব্যে তিনি বলেন, গত ১৪ মার্চ সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতায় মেলা স্থগিত করা হয়। তবে মাঠ নিয়ে আইনি জটিলতা নিরসন হওয়ায় পুনরায় মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বাণিজ্য মেলা সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন। এবার মেলায় দুই শতাধিক স্টল থাকবে বলেও জানান নাদেল।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হাসিন আহমদ, মেট্রো চেম্বারের প্রতিষ্ঠাতা পরিচালক তাহমিন আহমদ, হুরায়রা ইফতার হোসেন ও মকবুল হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।