ঢাকা: দেশের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে আগামী জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও গভর্নেন্স কোয়ালিশন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘চলমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ও অগ্রসর কর্মসূচি হিসেবে ‘জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল’-এর ভূমিকা শীর্ষক এক গোলটেবিল আলোচনায় সংগঠন দু’টির পক্ষ থেকে এ সুপারিশ করা হয়।
ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, চলতি অর্থবছরে (২০১৫-১৬) সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি খাতে বাজেটে ৩৭৫ দশমিক ৪৬ বিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছে, যা বাজেটের ১১ দশমিক ৪ শতাংশ এবং জিডিপির ২ দশমিক ১৯ শতাংশ।
তিনি বলেন, সরকার দাবি করছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি লক্ষ্যভিত্তিক দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখছে। তারপরও চলতি অর্থবছরে এ খাতে গত অর্থবছরের তুলনায় কম বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
মহসিন আলী বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে হলে হতদরিদ্র ও অসহায় মানুষদের উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতে হবে। তাই আগামী অর্থবছরে (২০১৬-১৭) নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি খাতে বরাদ্দ বাড়ানোর সুপারিশ করছি।
গোলটেবিল আলোচনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, ড্যানচার্চ এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্ট্রর হাসিনা ইনাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এইচআর/এএ