ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তৃতীয় দিনেও জমেনি জাতীয় এসএমই মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
তৃতীয় দিনেও জমেনি জাতীয় এসএমই মেলা ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তৃতীয় দিনেও জমে উঠেনি জাতীয় এসএমই মেলা ২০১৬।   ৩ এপ্রিল রোববার মেলা শুরু হলেও তেমন দর্শনাথীর আগমন ঘটছে না।

এজন্য এসএমই ফা‌উন্ডেশনের প্রচারণার অভাবকে দায়ী করেছেন উদ্যোক্তা ও দর্শনার্থীরা।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রের মেলা প্রাঙ্গণ ঘুরে এমনটাই জানা গেছে।

মোহাম্মদপুর থেকে মেলায় এসেছিলেন রাজিয়া আক্তার। মেলা থেকে কেনাকাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে মেলা হচ্ছে আমি অনলাইনের মাধ্যমে জেনেছি। আয়োজক কর্তৃপক্ষ মেলার ব্যাপারে কোন প্রচার-প্রচারণা চালায়নি। স্মার্ট লেদার প্রডাক্টের বিক্রয়কর্মী পারভেজ ফরাজী বলেন, প্রথম দিন ক্রেতা দর্শনাথীর সংখ্যা ভালো ছিল। সোম ও মঙ্গলবার তুলনামূলক ভাবে কম।

মেলা উপলক্ষ্যে কোন ধরনের প্রচারণার ব্যবস্থা করা হয়েছে কি-না জানতে চাইল পারভেজ বলেন, এটি তো আয়োজকদের কাজ। তারা কি করেছে আমাদের জানা নেই।

মঙ্গলবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, অধিকাংশ স্টলে কোন ক্রেতা-দর্শনার্থী নেই। বিক্রয়কর্মীরা কেউ মোবাইল ফোনে গান শুনছেন। আবার কেউ গেমস খেলছেন। অনেকেই কথা বলে সময় পার করছেন। ফারজানা বুটিক এর বিক্রয়কর্মী রেহানা পারভীন বলেন, মেলায় এসেছি প্রতিষ্ঠানের পরিচয় ক্রেতাদের জানাতে। ক্রেতা দর্শনার্থী যাই থাক নিজেদের নামটি সবার কাছে পৌঁছে যাবে এটাই প্রতাশ্যা করছি।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নারগীস সুলতানা বলেন, বুটিকশপগুলোর ই-কমার্স সাইট থেকে মেলার খবর পেয়ে এসেছি। এজন্য গণমাধ্যমে কোন প্রচারণা দেখিনি। আয়োজকদের উচিত ছিল এত বড় একটা মেলা তা জনগণকে জানানোর ব্যবস্থা করা।

এ বিষয়ে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহর সঙ্গে কথা বলতে এসএমই ফাউন্ডেশনের টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলবেন না বলে জানান।   ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ৩ এপ্রিল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ দিনব্যাপী মেলা শুরু হয়েছে। মেলায় সারা দেশ থেকে ১৮৩ টি এসএমই প্রতিষ্ঠান ১৯৩টি স্টলে তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে।

মেলায় এসব প্রতিষ্ঠানের উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশী পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।