বেনাপোল (যশোর): বাংলা নববর্ষ উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বেনাপোল বন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সহ সভাপতি আমিনুল হক বাংলানিউজকে জানান, নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ছুটি থাকায় সকাল থেকে এপথে ভারত-বাংলাদেশের মধ্যে কোন পণ্য আমদানি-রফতানি হয়নি।
এদিকে শুক্রবার (১৫ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও বাণিজ্য বন্ধ থাকছে। এতে দুই বন্দরে আমদানি-রফতানি পণ্যজট হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া প্রচণ্ড গরমে আটকে থাকা কাঁচা পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এপথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক পরিচালক নিতাই চন্দ্র সেন বাংলানিউজকে জানান, আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও চেকপোস্ট কাস্টমস কার্গো শাখা খোলা রয়েছে।
বন্দরে আমদানি পণ্য খালাস শেষে ভারতীয় খালি ট্রাক ফেরত পাঠাতে সেখানে কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন।
শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে স্বাভাবিক আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
আরআইএস/আরএ