ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরও ৪৩ লাখ ডলার ফেরত দিলো ‘রিজার্ভ চোর’ কিম অং

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
আরও ৪৩ লাখ ডলার ফেরত দিলো ‘রিজার্ভ চোর’ কিম অং ছবি: সংগ্রহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশের চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে প্রায় ৪৩ লাখ ডলার ফেরত দিলেন রিজার্ভ চুরির অন্যতম হোতা ও ফিলিপিন্সের ক্যাসিনো ব্যবসায়ী কাম সিন অং ওরফে কিম অং।

ফিলিপিন্স সরকারের মুদ্রাপাচার প্রতিরোধ কাউন্সিল বা এএমএলসিকে এ অর্থ ফেরত দেয়া হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ফিলিপিন্সের সিনেট কমিটির ষষ্ঠ শুনানিতে এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া বাক আবাদ জানান, কিম অংয়ের মালিকানাধীন কোম্পানি ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি লিমিটেড সোমবার ( ১৯ এপ্রিল) এএমএলসিকে এই অর্থ ফেরত দেয়।

এ অর্থ পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে পাঠানো হবে বলেও শুনানিতে উল্লেখ করেন তিনি।

কিম অংয়ের পক্ষ থেকে এর আগেও গত ৩১ মার্চ ৪৬ লাখ ৩০ হাজার ডলার এবং ৪ এপ্রিল আট লাখ ৩০ হাজার ৫৯৫ ডলার এএমএলসিকে ফেরত দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত বাংলাদেশের অর্থ থেকে হাতিয়ে নেওয়া ৮১ মিলিয়ন (আট কোটি ১০ লাখ) ডলারের মধ্যে প্রায় দুই কোটি ১৫ লাখ ডলার অংয়ের কোম্পানিতে গিয়েছিল।
 
শুনানিতে কিম অং আরও দাবি করেন, রিজার্ভ থেকে চুরি যাওয়া বাংলাদেশি টাকার মধ্যে ৬ কোটি ৩০ লাখ ডলার রয়েছে ফিলিপিন্সের মিডাস হোটেল অ্যান্ড ক্যাসিনো এবং সোলাইরি রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে। বাকি ১ কোটি ৭০ লাখ ডলার রয়েছে মুদ্রা বিনিময়কারী সংস্থা ফিলরেমের কাছে।

ফিলিপিন্সের সিনেটররা অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর ওই অর্থ ফেরত দেওয়ার আহ্বান  জানালেও এ ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে তারা।

এদিকে এএমএলসি‘র উদ্ধারকৃত টাকা বাংলাদেশে ফেরত আসতে কিছুটা সময় লাগবে বলে ফিলিপিন্সের সংবাদমাধ্যমকে জানিয়েছেন ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জন গোমেজ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।