ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকিং সেক্টরের অনিয়মে অর্থমন্ত্রণালয় টায়ার্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
ব্যাংকিং সেক্টরের অনিয়মে অর্থমন্ত্রণালয় টায়ার্ড

ঢাকা: ব্যাংকিং সেক্টরের অনিয়মে অর্থমন্ত্রণালয় টায়ার্ড বলে মন্তব্য করেছেন অর্থপ্রতিমন্ত্রী মো. আব্দুল মান্নান।

রোববার (২৪ এপ্রিল) অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

অর্থপ্রতিমন্ত্রী আব্দুল মান্নান বলেন, ‘ইয়েস উই টায়ার্ড। আমার বসও (অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত) বলেছেন তিনিও টায়ার্ড। এক্ষেত্রে আমাদের কিছু করার আছে। আমরা তা করছি’।  

বাজেট বাস্তবায়নের সঙ্গে ঘোষিত বাজেটও সংশোধিত বাজেটের মধ্যকার পার্থক্য সম্পর্কে তিনি বলেন, এক্ষেত্রে মূল সমস্যা বিধিবিধান ও জাতিগত মনস্তাত্বিক জটিলতা।

অর্থপ্রতিমন্ত্রী বলেন, জুনে বাজেট ঘোষণার পর জুলাইয়ে যখন তা বাস্তবায়ন শুরু হয় তখন বর্ষা মৌসুম থাকায় উন্নয়ন কাজ শুরু করা যায় না। ডিসেম্বর থেকে উন্নয়ন কাজ শুরু করতে হয়। এ কারণে বাজেটের প্রথম প্রান্তিকের জের শেষ প্রান্তিকে বাস্তবায়নের হার বেড়ে যায়। এ জন্য আমাদের কিছু দুর্বলতাও আছে।

কেন্দ্রীয় ব্যাংকের ওপর নজরদারির বিষয়ে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ওপর নজরদারির দরকার নেই। আমরা চাই কেন্দ্রীয় ব্যাংক একটি সম্মানজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক।

রিজার্ভ চুরির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে ফিলিপাইনের মতো এতো তৎপরতা চোখে না পরলেও আমরা প্রয়োজনীয় ফলোআপ করছি। বিদেশে বিনিয়োগে ব্যবসায়ীদের শর্ত সাপেক্ষে সুযোগ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

মতবিনিময় সভায় নিউজটুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ফিন্যান্সিয়াল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রথম আলোর উপ-সম্পাদক আব্দুল কাইয়ুম, সমকালের প্রকাশক একে আজাদ, আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
আরএম/আরএইচএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।