ঢাকা: ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের অংশ হিসেবে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের (সিসিআইঅ্যান্ডই) স্মার্ট অফিস ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের প্রধান নিয়ন্ত্রক আফরোজা খানের সভাপতিত্বে এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মানুন, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ কার্যক্রম উদ্বোধনের ফলে দুর্নীতি ও গ্রাহকদের হয়রানি কমে যাবে। প্রতিষ্ঠানে যেসব গ্রাহকরা নিবন্ধন নিতে আসবেন, তিনদিনের মধ্যেই তারা সেবা পাবেন। কার্যক্রম শেষ হওয়ার পর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশ স্বাধীনের পর প্রথম বঙ্গবন্ধু এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলেন। দুর্নীতিমুক্ত এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানাই। এর ফলে প্রতিটি কাজে স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগে বিশ্বের সবাই বাংলাদেশের তথ্য প্রযুক্তি বিভাগের ব্যাপক প্রশংসা করেছেন। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এমএফআই/জেডএস