ঢাকা: দেশে ১৬টি বেসরকারি আইসিডি রয়েছে। এর মাধ্যমে একশো শতাংশ কন্টেইনারবাহী রপ্তানি ও ৩০ শতাংশ আমদানি পণ্য হ্যান্ডেল করা হয়।
এ খাতের কর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ)।
বুধবার (৪ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনের সভাপতি নুরুল কাইয়ূম খান এ দাবি জানান।
তিনি বলেন, ১৬টি আইসিডির মাধ্যমে কন্টেইনারজাত হয়ে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বিদেশে পণ্য রপ্তানি হয়। বিশাল অঙ্কের ব্যয় হয় একটি আইসিডিতে। প্রতিযোগিতার বাজারে টিকে থেকে এ থেকে সামান্য লাভ হয়। তবুও এক্ষেত্রে ৩৫ শতাংশ কোম্পানি কর দিতে হয়। এ কারণে ইতোমধ্যে দু’টি বন্ধ হয়ে গেছে।
শিপ বেকিং অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও আরএসআরএম’র চেয়ারম্যান এম রহমান বলেন, করের কারণে নতুন বিনিয়োগ আসছে না। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে এ ধরনের আইসিডি জরুরি। কর কমালে এ খাতে বিনিয়োগ উৎসাহিত হবে। করের কারণে ১৩৫টি শিপ বেকিং থেকে মাত্র ৪৫টিতে এসেছে।
তিনি বলেন, কাঁচামাল সংগ্রহ করে সর্বশেষ রড তৈরিতে প্রতি মণে প্রায় ৯ হাজার টাকা কর দিতে হয়। এতে কোম্পানিকে লোকসান গুণতে হয়।
সভায় এনবিআর সদস্য পারভেজ ইকবালের সভাপতিত্বে আইসিএমএবি, আইসিএবি প্রতিনিধি ও এনবিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মে ০৪, ২০১৬
আরইউ/এএ