চীনের সর্ববৃহৎ ই-কমার্স কম্পানি আলিবাবা জানিয়েছে তাদের রেভিনিউ গত কোয়ার্টারে আরও ৩৯ শতাংশ বেড়েছে। আর এর মধ্য দিয়ে কোম্পানিটি যুক্তরাষ্ট্রের ওয়ালস্ট্রিটের সকল হিসাব নিকাশকে পেছনে ফেলে দিয়েছে।
গত ৩১ মার্চ শেষ হলো যে কোয়ার্টার তাতে আলিবাবা আয় করেছে ৩.৭ বিলিয়ন ডলার বা ২৪.২ বিলিয়ন ইউয়ান। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ২৯ হাজার কোটি টাকা। আগের কোয়ার্টারে যা ছিলো ১৭.৪ বিলিয়ন ইউয়ান।
সম্পূর্ণ অনলাইনভিত্তিক বেচাকেনার প্রতিষ্ঠানটি এখন গোটা বিশ্বের অর্থনীতিতেই একটি প্রধান নাম হয়ে উঠেছে। আর মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে সকল বাঘা বাঘা প্রতিষ্ঠানের কাছে।
বাংলাদেশ সময় ০১১৫ ঘণ্টা, মে ০৬, ২০১৬
এমএমকে