ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাফিনের ই-কমার্স সাইটের পণ্যে ছাড় পাচ্ছেন বাংলালিংক গ্রাহকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, মে ৬, ২০১৬
শাফিনের ই-কমার্স সাইটের পণ্যে ছাড় পাচ্ছেন বাংলালিংক গ্রাহকরা

ঢাকা: দেশের অন্যতম বৃহৎ টেলিকম অপারেটর বাংলালিংক অনলাইন প্ল্যাটফর্ম শাফমার্ট ডট কমের সঙ্গে চুক্তি সই করেছে।

 

বিশিষ্ট সংগীতশিল্পী, তরুণদের স্টাইল আইকন এবং সফল উদ্যোক্তা শাফিন আহমেদ সম্প্রতি এই ই-কমার্স সাইটটি (www.shafmart.com) চালু করেছেন।


 
এই চুক্তির ফলে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা শাফমার্ট ডট কমের প্রতিটি পণ্যে উপভোগ করবেন ১০ শতাংশ ছাড়।

গ্রাহকরা ২ মে থেকে এই সুবিধা পেতে শুরু করেছেন যা আগামী ৩০ জুন পর্যন্ত উপভোগ করতে পারবেন বলে বৃহস্পতিবার (০৫ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলালিংক।
 
সম্প্রতি বাংলালিংকের হেড অফিস টাইগার্স ডেনে প্রতিষ্ঠানটি পক্ষ থেকে চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ, হেড অব কাস্টমার্স বেস ম্যানেজমেন্ট-বিটুসি, মার্কেটিং মাহবুবুল আলম ভূঁইয়া এবং শাফমার্ট ডট কমের পক্ষ থেকে সিইও শাফিন আহমেদ এ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শাফিন আহমেদ বলেন, বাংলালিংকের সঙ্গে কাজ করতে পেরে আমরা শাফমার্ট ডট কম সত্যিই আনন্দিত। বাংলালিংক ডিজিটালাইজেশনের জন্য গ্রাহকদের সেরা মানের সেবা দিয়ে যাচ্ছে। শাফমার্ট ডট কমও ই-কমার্সের মাধ্যমে আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমি আশা করি এ চুক্তি ফলে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা শাফমার্ট ডট কমে কেনাকাটা উপভোগ করবেন।

বাংলালিংকের হেড অব কাস্টমার্স বেস ম্যানেজমেন্ট-বিটুসি, মার্কেটিং মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, আমরা বিশ্বাস করি, মূল্য ছাড়ে কেনাকাটার মাধ্যমে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা নতুন ধরনের সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, মে ০৬, ২০১৬
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।