ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মূসক চালানবিহীন পণ্যবাহী দু’টি ট্রাক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, মে ১০, ২০১৬
মূসক চালানবিহীন পণ্যবাহী দু’টি ট্রাক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মূসক (মূল্য সংযোজন কর) চালানবিহীন মোবাইল মেরামত সরঞ্জাম ও প্যাকেজিং সামগ্রী বোঝাই দু’টি ট্রাক আটক করেছে ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট।
 
সোমবার (০৯ মে) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক দু’টি আটক করা হয়েছে।


 
ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার একেএম মাহবুবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক দু’টি আটক করেন। পরে চালকদের কাছে মূসক চালান চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন।
 
আইন অনুযায়ী, রাজস্ব আদায় ছাড়া পণ্য ছাড় দেওয়ার কোনো সুযোগ না থাকায় পণ্যসহ ট্রাক দু’টি আটক করা হয়। মূসক ফাঁকির হিসাব চূড়ান্ত করা হচ্ছে।

মাহবুবুর রহমান আরো জানান, শিগগিরই মূসক ফাঁকির বিষয়টি প্রকাশ করা হবে। অসাধু ব্যবসায়ীদের রাজস্ব ফাঁকি রোধে কর্মকর্তারা ব্রত নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, মে ১০, ২০১৬
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।