ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনইসি সভায় উঠছে ১ লাখ ৯ হাজার কোটি টাকার এডিপি

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মে ১১, ২০১৬
এনইসি সভায় উঠছে ১ লাখ ৯ হাজার কোটি টাকার এডিপি

ঢাকা: পদ্মাসেতু প্রকল্পকে গুরুত্ব দিয়ে আগামী ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১ লাখ ৯ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন।

যা চূড়ান্ত অনুমোদনের জন্য আসছে বৃহস্পতিবারের (১২ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় উত্থাপন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০১৬-১৭ অর্থবছরে বাজেট প্রাক্কলনে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্থানীয় সরকার বিভাগে, যার পরিমাণ ১৮ হাজার ৫৪৮ কোটি ৩৮ লাখ টাকা। তবে এডিপিতে এককভাবে পদ্মাসেতু প্রকল্পে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ৬ হাজার ২৬ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

২০১৫-১৬ অর্থবছরের এডিপিতে এ প্রকল্পে বরাদ্দ ছিলো ৭ হাজার ৪০০ কোটি টাকা। তবে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বরাদ্দ কমে দাঁড়ায় ৫ হাজার ৯ কোটি ২৯ লাখ টাকা।

সব মিলিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ৫১টি খাতে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১ লাখ ৯ হাজার ২০০ কোটি টাকা এডিপি নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে সরকারি নিজস্ব তহবিল থেকে ৬৯ হাজার ২০০ কোটি এবং বৈদেশিক উৎস থেকে ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আগামী অর্থবছরের এডিপি প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার ১ লাখ ৯ হাজার ২০০ কোটি টাকার এডিপি এনইসি সভায় উত্থাপন করা হবে।

‘আমরা চ্যালেঞ্জ হিসেবে বেশ কিছু বড় বড় প্রকল্প হাতে নিয়েছি। এতে এডিপির আকারও রেকর্ড পরিমাণে নির্ধারণ করা হয়েছে। ’

জানা যায়, দ্বিতীয় সর্বোচ্চ খাত সড়ক পরিবহন ও মহাসড়ক এবং সেতু বিভাগ। এ খাতে ১৭ হাজার ৪১৮ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সেতু বিভাগে বরাদ্দ ৯ হাজার ২৫৭ কোটি টাকা, যার মধ্যে পদ্মাসেতুর জন্য বরাদ্দ থাকছে ছয় হাজার ২৬ কোটি ৪৮ লাখ টাকা।

২০২১ সালে ঘরে ঘরে বিদ্যৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিদ্যুৎ খাতকে গুরুত্ব দিয়ে ১২ হাজার ৫৪০ কোটি  ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষাসহ অন্য খাতে বরাদ্দ রয়েছে ১৪ হাজার ১৯৬ কোটি টাকা।

তবে আগামী অর্থবছরে রাষ্ট্রপতি কার্যালয়, অর্থ বিভাগ-মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও সুপ্রিম কোর্টের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি।

এবার রেল খাত বরাদ্দ পাচ্ছে ৯ হাজার ১১৫ কোটি টাকা। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১ হাজার ৩০০ কোটি, গৃহায়ন ও গণপূর্তে ১ হাজার ৮৪৫, স্বাস্থ্যে ৬ হাজার ২৩৫, পল্লী উন্নয়ন ও সমবায়ে ৮১৪, পানি সম্পদ মন্ত্রণালয়ে ৩ হাজার ৭৫৯, ভূমি মন্ত্রণালয়ে ২৫৬, নৌ-পরিবহনে ১ হাজার ৫৩১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

কৃষি খাতে এ বরাদ্দ ১ হাজার ৭৯১ কোটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ১ হাজার ৯১১ কোটি, খাদ্য মন্ত্রণালয়ে ৪৪০ কোটি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ১ হাজার ৪০৯ কোটি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ৩৮৫ কোটি টাকা।
 
আসন্ন বাজেটের আকার হবে ৩ লাখ ৪০ হাজার ৬ কোটি টাকা। এর মধ্যে এডিপি বরাদ্দ পেতে যাচ্ছে ১ লাখ ৯ হাজার ২০০ কোটি টাকা। নতুন অর্থবছরে এডিপিতে প্রকল্পের সংখ্যা ১ হাজার ২৯৬টি।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মে ১১, ২০১৬
এমআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।