ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন ব্যাংকের দুই কর্মকর্তা। তারা হলেন, আব্দুস সোবহান খান ও শাহ্ সৈয়দ আব্দুল বারী পদোন্নতি পেয়ে নতুন দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ মে) ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল হামীদ সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বুধবার (১১ মে) তাদের পদোন্নতি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ব্যাংকের হেড অব ট্রেজারী আব্দুস সোবহান খান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মানব সম্পদ বিভাগের প্রধান শাহ্ সৈয়দ আব্দুল বারী দায়িত্ব পালন করতেন।
আব্দুস সোবহান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করার পর ১৯৮৪ সালের এপ্রিল মাসে প্রবেশনারি অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংকে যোগ দেন। তিনি গত ৩২ বছর ধরে ন্যাশনাল ব্যাংকে সেবা দিয়ে আসছেন।
এদিকে শাহ্ সৈয়দ আব্দুল বারী ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজকল্যাণ বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৩ সালে আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং পেশা শুরু করেন।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ১২, ২০১৬
এসই/আরআইএস/এমজেএফ