ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপকদের বার্ষিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ১৯১টি শাখাকে ১৩ গ্রুপে ভাগ করে দেশের ১৩টি এলাকায় একইসঙ্গে শনিবার (১৪ মে) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা একটি শক্তিশালী ব্যাংক গড়ে তোলার লক্ষ্যে শাখা প্রধানদের ২০১৬ অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জন, সম্পদের গুণগত মান বজায় রাখা, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকদের গুণগত সেবা প্রদান, শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, নন-পারফর্মিং লোন শূন্যে নামিয়ে আনা ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন।
১৩টি গ্রুপে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ এস এম বুলবুল; চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ডিএমডি ওয়াসিফ আলী খান ও শাহ্ সৈয়দ আব্দুল বারী; ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ডিএমডি আব্দুস সোবহান খান, কুমিল্লায় ইভিপি ও হেড অব কার্ড ডিভিশন মো. মাহফুজুর রহমান, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে ইভিপি ও হেড অব আইটি ডিভিশন কাজী কামাল উদ্দিন আহমেদ, রংপুরে এসভিপি ও হেড অব মনিটরিং সেল মো. জাহাঙ্গীর বিন হামিদ, প্রধান কার্যালয়ের কার্ড ডিভিশনে এসভিপি ও হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন অরুণ কুমার হালদার, খুলনা আঞ্চলিক কার্যালয়ে এসভিপি ও খুলনার আঞ্চলিক প্রধান মেশকাত-উল-আনোয়ার খান, শরীয়তপুরে এসভিপি ও হেড অব জিবিডি মো. আব্দুল ওয়াহাব, নিমতলায় এসভিপি ও হেড অব আইসিসিডি মো. মনিরুজ্জামান, সিলেট আঞ্চলিক কার্যালয়ে ভিপি ও হেড অব অ্যাগ্রিকালচার ক্রেডিট ডিভিশন মো. কামরুল হাসান মিঠু, গাজীপুরে ভিপি ও হেড অব এফএডি কৃষ্ণ কমল ঘোষ এবং ময়মনসিংহে এসএভিপি ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-২ মো. কায়সার রশিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মে ১৪, ২০১৬/আপডেট ২১৫৭ ঘণ্টা
এসই/আরএইচএস/এইচএ/