ঢাকা: পবিত্র রমজান মাসে দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে সকাল সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত অফিস চলবে।
বৃহস্পতিবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া নির্ধারিত সময়ে অফিস ও লেনদেন চালু থাকবে। তবে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজ আদায়ের সময় থাকবে।
তবে রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময় সূচি আগের অবস্থায় ফিরে আসবে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এসই/এএসআর