ঢাকা: সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (ক্যাব) বেছে নিয়েছে গ্রামীণফোনের বিজনেস সলিউশন্স প্যাকেজ। এজন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে।
চুক্তির ফলে ক্যাব তার কর্মীদের জন্য একটি সুলভ ও কার্যকর ভয়েস এবং ডাটা যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারবে।
শনিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে গ্রামীণফোন।
এতে বলা হয়, ক্যাব’র পরিচালক (কমিউনিকেশনস) প্রকৌশলী হামিদুল হক ও গ্রামীণফোনের হেড অব ডিরেক্টর সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন।
ক্যাব-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ২১, ২০১৬
এমআইএইচ/এমএ