ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেট অধিবেশনে সংসদে এনবিআরের হেল্পডেস্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুন ১, ২০১৬
বাজেট অধিবেশনে সংসদে এনবিআরের হেল্পডেস্ক

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের বাজেট অধিবেশন চলাকালে আয়কর, মূসক ও শুল্ক সংক্রান্ত প্রশ্ন, বিধি-বিধ‍ান সম্পর্কে ধারণা দিতে সংসদে একটি হেল্পডেস্ক চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
অধিবেশন চলাকালীন ১ জুন বুধবার থেকে ৩০ জুন পর্যন্ত এ হেল্পডেস্ক চালু থাকবে।

বুধবার (১ জুন) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের রাজস্ব সংগ্রহের দায়িত্বে নিয়োজিত মুখ্য প্রতিষ্ঠান এনবিআর। রাজস্ব ভান্ডারকে শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে সরকারের রাজনৈতিক নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
 
এরই অংশ হিসেবে করদাতাদের সঙ্গে আলোচনা ও অংশীদারিত্বের ভিত্তিতে ২০১৬-১৭ অর্থবছরের জন্য অংশীদারিত্বমূলক, গণমুখী, শিল্প, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও করদাতাবান্ধব বাজেট প্রণয়নের কাজ সম্পন্ন করেছে।
 
এনবিআর আগামী অর্থবছরের বাজেট অধিবেশন সময়কালে উত্থাপিত আয়কর, মূল্য সংযোজন কর ও শুল্ক সংক্রান্ত প্রশ্নাবলীর বিধি মোতাবেক উত্তর দিতে সহায়তা করতে এ হেল্পডেস্ক চালু করেছে। হেল্পডেস্কে দায়িত্ব পালন করার জন্য এনবিআরের আয়কর, মূসক ও শুল্ক অনুবিভাগের ৫৬ জন কর্মকর্তাকে নিয়োজিত করা হয়েছে। প্রতিদিন ২ জন করে ২৬ দিন ৫৬ জন কর্মকর্তা নিয়োজিত থাকবে।

বাজেটে উত্থাপিত আয়কর, মূসক ও শুল্ক সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা, দর্শনার্থী ও সাংবাদিকরা ‘হেল্পডেস্ক’ থেকে সহায়তা পাবেন।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, সহায়তার জন্য এ সর্বপ্রথম এ হেল্পডেস্ক চালু করা হয়েছে। আশা করি, এর মাধ্যমে অধিবেশন সময়কালে সকলে প্রয়োজনীয় সহায়তা পাবেন ।
 
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ০১, ২০১৬
আরইউ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।