ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১০ পণ্যে অব্যাহতি, ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভ্যাট আরোপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুন ২, ২০১৬
১০ পণ্যে অব্যাহতি, ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভ্যাট আরোপ

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১০টি পণ্যে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভ্যাট আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, পণ্যের সরবরাহ শৃঙ্খলের মধ্যে অন্তর্ভুক্ত সবাইকে মূল্য সংযোজনের পরিমাণের ওপর ভ্যাট পরিশোধ করতে হবে। সে কারণে ক্রমান্বয়ে অব্যাহতির সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

ভ্যাট অব্যাহতি পাওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে প্রতি কেজি একশ টাকা পর্যন্ত মূল্যমানের পাউরুটি, বানরুটিসহ সব ধরণের রুটি, হাতে তৈরি কেক, বিস্কুট, ১২০ টাকা পর্যন্ত প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল, প্লাস্টিকের পাদুকা, স্থানীয়ভাবে উৎপাদিত হার্ডবোর্ড, বৈদ্যুতিক জেনারেটর, ট্রাভেল এজেন্সি ও মেডিটেশন সেবা।
 
অর্থমন্ত্রী বলেন, হস্তচালিত লুমের তৈরি ফেব্রিক্সের ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রেখে পাওয়ার লুম হতে তৈরি ফেব্রিক্সে ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের ‍প্রস্তাব করা হয়েছে।

এদিকে, ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভ্যাট আরোপ করা হয়েছে। সংসদে অর্থমন্ত্রী বলেন, মৃত্যু সংবাদজনিত বিজ্ঞাপন ছাড়া পত্রিকায় প্রকাশিত অন্যান্য সব ক্লাসিফাইড বিজ্ঞাপনের ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করে ক্লাসিফাইড বিজ্ঞাপনকে ভ্যাটের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ০২, ২০১৬
আরইউ /এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।