ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুন ৪, ২০১৬
ইসলামী ব্যাংকের ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ঢাকা: ২০১৫ সালের ওপর ভিত্তি করে শেয়ার হোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) অনুমোদন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

শনিবার (০৪ জুন) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (০২ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভায় নগদ লভ্যাংশের বিষয়ে এ সিদ্ধান্ত হয়।

সভায় ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ‘লাভ-লোকসানের হিসাব এবং পরিচালনা পরিষদের প্রতিবেদন অনুমোদন করা হয়’।

তিনি বলেন, ইসলামী ব্যাংকে দেশের কোটি গ্রাহকের আস্থা ও ভালোবাসার ব্যাংক হিসেবে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি, এসএমই, তথ্যপ্রযুক্তি, কৃষি, পল্লী বিনিয়োগ, অবকাঠামো, আবাসন, পরিবহন, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে অর্থায়ন ও ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম দু’টি ভিত্তি ‘তৈরি পোশাক ও রেমিট্যান্স খাতে ব্যাংকের অবদান সর্বোচ্চ’।

সভায় ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান, শরী’আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীনসহ দেশি-বিদেশি ডিরেক্টর, শেয়ারহোল্ডার ও ব্যাংকের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।