চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।
রোববার (৫ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারাদেশের কৃষকদের কাছ থেকে সরকার ২৩ টাকা কেজি দরে সাত লাখ মেট্রিক টন ধান সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে। এ ধারাবাহিকতায় কুমিল্লা জেলা থেকে ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ও চান্দিনা উপজেলা থেকে ১ হাজার ২৩২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সর্বোচ্চ ১৪ শতাংশ আর্দ্রতা, ৮ শতাংশ ভিন্ন জাতের মিশ্রণ, দশমিক ৫ শতাংশ (প্রতি ২শটি ধানে ১টি) বিজাতীয় পদার্থের ও চিটা মিশ্রণ এবং সর্বোচ্চ ২ শতাংশ অপুষ্ট ও বিনষ্ট ধানের মিশ্রণ সীমাবদ্ধ রেখে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হচ্ছে। এতে কৃষকদের কৃষি কার্ড ও ব্যাংক একাউন্ট বাধ্যতামূলক করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বরকরই ইউনিয়নের ফতেহপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে ২ হাজার ৫৬০ কেজি বোরো ধান সংগ্রহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুর রউফ, ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা আবেদীন, কারিগরী পরিদর্শক জেসমিন বেগম প্রমুখ।
সরকার নির্ধারিত ২৩ টাকা কেজি দরে ধান বিক্রি করতে পেরে কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, সরকার প্রতি কেজি ধানের মূল্য ২৩ টাকা কেজি নির্ধারণ করেছে, বাজারে ধানের দর এর অর্ধেক। কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করায় কোন কৃষককেই ধান চাষে লোকসান দিতে হবে না।
তিনি আরও বলেন, আমি ৬৪ মণ ধান প্রায় ঊনষাট হাজার টাকা বিক্রি করেছি। কিন্তু বাজারে বিক্রি করলে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পেতাম। আর সরকারি মূল্যে ধান বিক্রি করে খরচ বাদে প্রায় ২৫ হাজার টাকা লাভ হয়েছে।
এ ব্যাপারে ইউএনও সুমন চৌধুরী বলেন, কৃষক যাতে তাদের উৎপাদিত ধানের সঠিক মূল্য পায় সেই লক্ষ্যে সরকারি পর্যায়ে ধান সংগ্রহ শুরু হয়েছে। চান্দিনা উপজেলায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত ১ হাজার ২৩২ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
আরএ