ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বিনিয়োগ আকৃষ্টে অর্থমন্ত্রীর বক্তব্য স্পষ্ট নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুন ৫, ২০১৬
‘বিনিয়োগ আকৃষ্টে অর্থমন্ত্রীর বক্তব্য স্পষ্ট নয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিনিয়োগে আকৃষ্ট করার জন্য বাজেটে অর্থমন্ত্রীর বক্তব্য স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন

 

সমুন্নয়য়ের টিম লিডার ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।

রোববার (৫ জুন) বেসরকারি সংস্থা সমুন্নয় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘তথ্য অধিকার আইন ও প্রান্তজন বান্ধব সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি' প্রকল্পের আওতায় প্রস্তাবিত বাজেট ২০১৬-১৭ কতটা প্রান্তজন বান্ধব? শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, নতুন ইন্ডাষ্ট্রি করার জন্য এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি বাজেট অধিবেশনে। এ জন্য বিনিয়োগকারীরা আগ্রহ হাড়াবে বিনিয়োগে। খেলাফি ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে এই খেলাফি ঋণ নিয়ে কোনো বক্তব্য দেন অর্থমন্ত্রী।
 
ব্যাংকিং সেক্টরকে বেসরকারি খাতে দেওয়ার জন্য যারা বলে আমি মনে করি, এটা ষড়যন্ত্র। যারা নতুন ব্যাংক নিতে চায় তারাই এমন কথা বলেন বলেও তিনি মন্তব্য করেন।
 
কর্মসংস্থান সৃষ্টি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। শিক্ষিত ও অশিক্ষিতদের জন্য কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা ছিলো না।

আমরা কল্যাণ অর্থনীতিতি থেকে আস্তে আস্তে ভোগবাদী অর্থনীতির দিকে ঝুঁকে যাচ্ছি। আয় বৈষম্য ও সম্পদ বৈষম্য প্রচণ্ড রকমের বেড়ে গেছে। এ বৈষম্যের কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর।

ইব্রাহিম খালেদ বলেন, বাজেটের একটা ভালো দিক হচ্ছে প্রতিবন্ধি চিহ্নিত করা। এটা বাজেটে লক্ষ্য করার মতো।
 
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী দিলরুবা ইয়াসমীন চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন-ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. এ কে এনামুল হক, সিনিয়র রিসার্চ ফেলো (বিআইআইএসএস) ড. মাহফুজ কবীর।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এফবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।