ঢাকা: ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে প্রতিবন্ধীদের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে দাবি করেছে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন।
সোমবার (০৬ জুন) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মলনে এ দাবি করেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মলনে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন, ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। এর মধ্যে ১ কোটি ৫০ লাখ প্রতিবন্ধী ব্যক্তির জন্য আলাদাভাবে ১৫৬ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে অর্থাৎ দৈনিক মাথাপিছু পড়ে ১ টাকা ৫৯ পয়সা। এই অপ্রতুল বাজেট বরাদ্দ দিয়ে দেশের প্রতিবন্ধী মানুষের শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগসহ মৌলিক চাহিদাদি পূরণ করা সম্ভব না।
প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের দৃষ্টিতে না দেখে কল্যাণের দৃষ্টিতে দেখা হয়েছে। যার ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি এখনো সামাজিক নিরাপত্তার জালে আটকে আছে।
তবে বাজেটে সরকারি স্থাপনা ও গণ শৌচাগারে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১শ’ কোটি টাকা থোক বরাদ্দ রাখার কারণে সরকারকে সাধুবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অ্যাকসেস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মহুয়া পাল, ডব্লিউডিডিএফ এর নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার মিষ্টি।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
ইউএম/বিএস