ঢাকা: ঈদকে সামনে রেখে সব পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ২০ রোজার মধ্যে পরিশোধের দাবি জানিয়ে বিক্ষোভ-সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম।
শুক্রবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশে বক্তারা এ দাবি জানান।
তারা বলেন, আমরা জানি- পোশাক কারখানার মালিকরা প্রতিবছরই ঈদ উপলক্ষে কেনাকাটা করতে বিদেশ যান। আর শ্রমিকের বেতন-ভাতা নিয়ে টালবাহানা করেন। অনেক কারখানায় বেতন দিতে গড়িমসি করা হয়।
এবার যাতে শ্রমিকরা ২০ রোজার মধ্যে তাদের বেতন-বোনাস পান সে ব্যাপারে জোর দাবি জানান তারা।
এসময় বক্তারা শ্রম মন্ত্রণালয়ের তদারকি বাড়ানোরও দাবি জানান।
প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপক রায়ের সঞ্চালনায় বিক্ষোভ-সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনটির সভা প্রধান তাসলিমা আক্তার। এছাড়া আরও বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য শফিউল গাজী ও আমেনা আক্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
এইচআর/এএটি/আইএ