ঢাকা: ঈদ উপলক্ষে কাপড়ের অন্যতম পাইকারি বাজার রাজধানীর ইসলামপুরে বিকিকিনি থাকলেও গত কয়েক বছরের তুলনায় তা অনেকটা কম বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঈদে প্রতি বছরের মতো এবারও কাপড়ের এই পাইকারি বাজারে শবে বরাতের আগে থেকে বিক্রি শুরু হয়েছিল, রোজার শেষ সপ্তাহ পর্যন্ত তা চলার কথা থাকলেও প্রথম সপ্তাহে এসে বিক্রিতে ভাটা পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
একাধিক পাইকারি ব্যবসায়ী জানান, দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং অন্যান্য মফস্বলের খুচরা ব্যবসায়ীরা ফোনে জানিয়েছেন, এবার খুচরা বাজারে জামা-কাপড়ের কাটতি কম। যে কারণে রোজার আগেভাগে যেসব মালামাল নেওয়া হয়েছিল সেগুলোই বিক্রি হয়নি। এসব মাল বিক্রি না হওয়া পর্যন্ত খুচরা বিক্রেতারা নতুন মালের জন্য আসতে পারছে না।
আবার কেউ কেউ বলছেন, ঈদের এক সপ্তাহ বাকি থাকতে ক্রেতারা খুচরা বাজারে ভিড় করবে, তখন পাইকারি বাজারেও বিক্রি বেড়ে যাবে বলে ধারণা তাদের।
ইসলামপুরের চায়না মার্কেটের ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, এই বাজারে শবে বরাতের আগের সপ্তাহ থেকে ঈদের বিক্রি শুরু হয়। এ সময় দেশের দূর-দূরান্ত থেকে খুচরা বিক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী কাপড়-চোপড় কিনে নিয়ে যান। এই বিক্রি চলে ঈদের আগের সপ্তাহ পর্যন্ত।
‘কিন্তু এবার রোজার মাঝামাঝি সময়ে এসে মফস্বলের খুচরা ব্যবসায়ীদের আসা থেমে গেছে বলে মনে হচ্ছে। ’ যোগ করেন তিনি।
ইসলামপুর প্লাজার ‘সততা টেক্সটাইল’ ও ‘অরবিন্দ প্রিমিয়াম’ এর ম্যানেজার রাজেশাস দাস বলেন, আমাদের একটি দোকানে শুধু মাত্র শার্টের পিস ও অপরটিতে প্যান্টে’র পিস পাইকারি দরে বিক্রি হয়। রোজা শুরু হওয়ার আগে বেশ ভালো বিক্রি হয়েছে। তবে এখন কিছুটা কমে গেছে। আগামী সপ্তাহে বিক্রি বাড়তে পারে বলে মনে করেন তিনি।
লায়ন টাওয়ারের ব্যবসায়ী মফিজুল ইসলাম জানান, বরাবরের মতো এবারও থ্রি পিসের বিক্রি বেশ ভাল। তবে অন্যান্য কাপড়ের বিক্রি কম। ঈদ উপলক্ষে প্রত্যাশা অনুসারে পাইকারি বাজারে বিক্রি নেই বলে জানান তিনি।
এছাড়া ইসলামপুরে ডা. আবেদ ম্যানশন, একরামদ্দিন প্লাজা, আজিজ কমপ্লেক্স প্লাজা, মোগল প্লাজার ব্যবসায়ীরা জানান, যে হারে ঈদে বিক্রি হওয়ার কথা তা হচ্ছে না। জেলা ও উপজেলার খুচরা বিক্রেতারা আসছেন, তবে অল্পস্বল্প পরিমাণের কাপড়-চোপড় নিয়ে যাচ্ছে। মফস্বলের ব্যবসায়ীদের জিজ্ঞাসা করলে তারা জানান, গ্রামে-গঞ্জে তেমন বিক্রি শুরু হয়নি। ঈদের এক সপ্তাহ বাকি থাকতে হয়তো বিক্রি বাড়বে বলে তারা জানিয়েছেন।
তবে ইসলামপুরের বিভিন্ন মার্কেটের আশেপাশে ও বাইরের ফুটপাতে গড়ে উঠা ছোট-বড় কাপড়ের দোকানগুলোতে ঈদ উপলক্ষে খুচরা বিক্রি বেশ জমে উঠেছে।
চায়না মার্কেট, ইসলামপুর প্লাজা, লায়ন টাওয়ারের আশে-পাশে বিভিন্ন দোকানে রাজধানী ও বাইরের খুচরা ব্যবসায়ীদের রীতিমত ভিড় চোখে পড়েছে। দর কষাকষিতে সাধ্যের মধ্যে অনেকেই তাদের পছন্দের জামা-কাপড় ক্রয় করতে পারছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুন ২১, ২০১৬
টিএইচ/আরআই