ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টানা আটদিন ছুটির ফাঁদে সোনামসজিদ স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
টানা আটদিন ছুটির ফাঁদে সোনামসজিদ স্থলবন্দর

চাঁপাইনবাবগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর ও সাধারণ ছুটির কারণে নতুন অর্থবছরের প্রথমদিন পহেলা জুলাই (শুক্রবার) থেকে ৮ জুলাই পর্যন্ত আটদিন বন্ধ থাকছে সোনামসজিদ স্থলবন্দর।

ফলে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রমও বন্ধ থাকছে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ জানান, পবিত্র ঈদুল ফিতর ও সাধারণ ছুটিতে ০১ জুলাই থেকে ০৮ জুলাই পর্যন্ত টানা আটদিন বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।  

আগামী ৯ জুলাই থেকে যথারীতি বন্দরের সব কাজ চলবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাশপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।