ঢাকা: নিশ্চিত তথ্যে চললো যৌথ অভিযান। লুকোনো অবস্থায় মিললো বিলাসবহুল জাগুয়ার গাড়ি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান শনিবার (সেপ্টেম্বর ০৩) জাগুয়ার গাড়ি জব্দের বিষয়টি বাংলানিউজের কাছে তুলে ধরেছেন।
ড. মইনুল খান জানান, অনেকদিন আগ থেকেই বিলাসবহুল এস টাইপ এই জাগুয়ার গাড়ির ব্যাপারে তথ্য ছিলো তাদের কাছে। তথ্য যাচাই বাছাই শেষে নেওয়া হয় যৌথ প্রস্তুতি।
শুক্রবার (২ সেপ্টেম্বর) শুল্ক গোয়েন্দা সিলেট সার্কেলের একটি টিম ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি (গোয়েন্দা) শাখার একটি টিম মিলিয়ে যৌথ টিম করা হয়।
তথ্যানুযায়ী বিকেল পৌনে ৪টার দিকে সিলেটের জালালাবাদ এলাকার ১২৮ নম্বর হাসামপুর হাউজে চলে অভিযান।
বাড়ির গ্যারেজে পাওয়া যায় ৪ হাজার সিসির বিলাসবহুল এস টাইপ জাগুয়ার গাড়ি। গাড়ি দেখেই মনে হচ্ছে, অনেকদিন ব্যবহৃত হয় না।
সম্প্রতি দেশব্যাপী কার্নেট সুবিধা ও শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করা দেশে আনা অবৈধ গাড়ি জব্দ করে আসছে শুল্ক গোয়েন্দা। অভিযানের ভয়ে তখন থেকেই লুকিয়ে রাখা হয়েছে গাড়িটি।
ড. মইনুল খান জানান, বাড়ির গ্যারেজে দীর্ঘদিন লুকিয়ে রাখা গাড়িটির কোন রেজিস্ট্রেশন নম্বর নেই। একটি হলুদ নম্বরপ্লেটে BT52FHP লেখা রয়েছে।
হাসামপুর হাউজের মালিক আশফাকুর রহমান শুল্ক গোয়েন্দা আর ডিবি পুলিশ দেখে হতভম্ব। তিনি স্বীকার করেছেন, ব্যতিক্রম মডেলের কালো রঙের জাগুয়ার গাড়িটি ২০১১ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয়েছে।
গাড়িটি কার্নেট না মিথ্যা ঘোষণায় আনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ৬০০ শতাংশ প্রযোজ্য শুল্কসহ গাড়িটির মূল্য প্রায় ২ কোটি টাকা।
বিলাসবহুল এ জাগুয়ার গাড়িটিসহ ইতোমধ্যে গুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ৩৩টি গাড়ি জব্দ করেছে। তবে জাগুয়ার মডেলের গাড়ি এই প্রথম জব্দ করা হলো।
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
আরইউ/আরআই