ঢাকা: আসন্ন ঈদ-উল অাযহায় কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মূল্য নির্ধারণের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদার অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, পশুর চামড়ার ন্যার্যমূল্য নির্ধারণ না করা হলে চামড়া পাচার হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। ব্যবসায়ীদের বিভিন্ন দাবি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ারও ঘোষণা দেন তিনি।
লবণের মূল্যবৃদ্ধি বন্ধে সরকার দেড় লাখ টন লবণ আমদানির অনুমতি দিয়েছে বলেও জানান তোফায়েল আহমেদ।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ ও বাংলাদেশ ফিনিশড লেদার অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মহিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
আরএম/এএটি/এএসআর