ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘পানগাঁও বন্দরের জন্য আলাদা শুল্ক নির্ধারণ নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
‘পানগাঁও বন্দরের জন্য আলাদা শুল্ক নির্ধারণ নয়’

ঢাকা: পানগাঁও বন্দরের জন্য আলাদা শুল্ক নির্ধারণ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
 
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সচিবালয়ে পানগাও বন্দর নিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিত একথা বলেন।


 
তিনি বলেন, পানগাঁও পোর্ট ওয়াজ ভেরি গুড। পানগাঁও পোর্ট হয়ে গেছে। ইট ইজ নট উইল রিডিউসড। আমরা আজকে বসেছিলাম, কয়েকটা সমস্যা ছিল সেগুলা রিজলভ হয়েছে, অ্যান্ড স্ট্যাট দেন ইট।  
 
মুহিত বলেন, পানগাঁওয়ে ট্যারিফ উই হ্যাভ অলরেডি রিডিউসড। পানগাঁও হ্যাজ  অলরেডি র্স্টাটেড। দে আস্ক দেয়ার উইল বি ডিফারেন্স শুল্ক। দিস ইজ নট পসিবল। ইট ইজ নেভার দেন ইন অ্যানি কান্ট্রি। শুল্ক একাধিক হয় না। শুল্ক একটাই হয়।  
 
এফবিসিসিআই নেতাদের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে মুহিত বলেন, এফবিসিসিআই বাজেটের বিষয়ে আলোচনা করতে এসেছিল। বাজেটের পর তাদের সঙ্গে আজ বিস্তারিত আলোচনা হলো। বাজেটে যেসব বিষয়ে তারা পরিবর্তন চান, সেগুলো তারা দিয়ে গেছে। আমি বলেছি আপনারা লিখিত ভাবে দিয়েছেন, দেখব তারপর রিঅ্যাকশনে যাবো।  

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
এসই/বিএস/এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।