ঢাকা: শিগগির লবণের দাম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, আরও এক লাখ টন লবণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই লবণ এলে দেশের বাজারে দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আগে দেড় টন লবণ আনায় দাম বাড়েনি। চল্লিশ টাকার মধ্যে রয়েছে লবণের দাম।
শিল্পমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে আগে দেড় লাখ টন লবণ আমদানি অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, লবণ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের আগে থেকেই প্রচেষ্টা ছিল। বাণিজ্য মন্ত্রণালয় লবণ আমদানি করে না, আমরা অনুমতি দেই। চাহিদা নিরূপণ করে শিল্প মন্ত্রণালয়ের বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন)।
তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী একটা ব্যাপারে খুব যত্নবান, দেশি যারা লবণ চাষ করেন তারা যেন দু’টো পয়সা পান, তাদের স্বার্থ যেন সংরক্ষিত হয়। সেজন্যই বেশি করে আমদানি করা হয় না। আমরা চাইলে তো পাঁচ লাখ টন লবণ আমদানির অনুমোদন দিতে পারি। ঈদের আগে দেড় লাখ টন লবণ এসে গেছে। ঈদের ৩-৪ দিন আগে আরও এক লাখ টন লবণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
লবণের দাম বেড়েই কমে গিয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, যখন লবণের দাম বেড়েছিল ৪ টাকা, তখনই কমেছিল। লবণের (প্রতিকেজি) দাম ৪২ টাকা পর্যন্ত ছিল, এখন কিন্তু ৪২ টাকা নেই। এখন ৪০ এর নিচে। এক লাখ টন (লবণ) যদি দেশে এসে পৌঁছায়, তবে আমার মনে হয়, লবণের দাম একদম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
এসএমএ/এইচএ/