ঢাকা: রূপালী ব্যাংকের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঋণ বিতরণে শহরের পাশাপাশি গ্রামকেও প্রধান্য দিতে হবে-এমন মন্তব্য ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান।
রোববার (১৮ সেপ্টেম্বর) ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা ও কর্মপরিকল্পনা নির্ধারণকল্পে ব্যবস্থাপক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সম্মেলনের প্রধান অতিথি আতাউর রহমান প্রধান বলেন, ব্যাংকের উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে ব্যাপক কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে ব্যাংকের সংশ্লিস্ট সব কর্মকর্তা-কর্মচারীদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের অধিক হারে ব্যাংকিং সেবার আওতায় (ফিন্যান্সিয়াল ইনক্লুশন) নিয়ে আসতে হবে। গ্রামীণ অর্থনীতি যত শক্তিশালী হবে, দেশের অর্থনীতির ভীত ততো মজবুত হবে।
‘শহরের পাশাপাশি গ্রামেও ঋণ বিতরণ করতে হবে। এ কর্মকাণ্ডে রূপালী ব্যাংক অগ্রসৈনিকের ভূমিকা পালন করবে। তবে এ ক্ষেত্রে আমাদের দক্ষভাবে তৈরি হতে হবে। ’
ব্যক্তি স্বার্থ পরিহার করে ব্যাংকের উন্নয়নে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান রূপালী ব্যাংকের সিইও।
বগুড়া শহরের স্থানীয় একটি হোটেলে আয়োজিত শাখা ব্যবস্থাপক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহা ব্যবস্থাপক আব্দুল মজিদ শেখ।
ব্যাংকের রাজশাহী বিভাগীয় মহা ব্যবস্থাপক মো. কাইসুল হকের সভাপতিত্বে সম্মেলনে রাজশাহী বিভাগের ব্যাংকের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এসই/আরআইএস/এমএ/