ঢাকা: বাংলাদেশ ব্যাংকের (বিবি) রিজার্ভ থেকে অর্থ-চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত হওয়ার কথা থাকলেও তা প্রকাশে আরও সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, এখনই এই তদন্ত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে না।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
আবুল মাল আবদুল মুহিত বলেন, অর্থ ফেরতের বিষয়ে ফিলিপাইনে মামলা চলছে। তাই অর্থ ফেরতের স্বার্থেই এ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে না। আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ৮০ মিলিয়ন ডলার ফেরতের পথে রয়েছে বলেও জানান তিনি।
আবুল মাল আবদুল মুহিত বলেন, এটি আমার ঘোষণা মতো কালকে (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে না। বেশ দেরি হবে।
অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে এ বিষয়ে ফিলিপাইন ও আমাদের মধ্যে আলোচনা চলছে। আমরা সেখানে মামলা-মোকদ্দমা করেছি, ইত্যাদি নানান কিছু আছে। এই প্রতিবেদন বের হলে সেগুলো আপসেট হয়ে যাবে। সেজন্য প্রতিবেদন এখন বের হচ্ছে না, পরে বের করবো। তারিখ বলতে পারছি না। কিছু দেরি হবে। ইট উইল বি পাবলিশড।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬/আপডেট ১৪৫০
জেপি/আইএ