ঢাকা: রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনকারী শুল্ক ও ভ্যাট বিভাগের সফল কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।
একই সঙ্গে যেসব কাস্টমস হাউজ ও ভ্যাট কমিশনারেট লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছেন,তাদের এর প্রকৃত কারণ বিশ্লেষণ করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে জাতীয় রাজস্ব বোর্ড’র জনসংযোগ কর্মকর্তা সৈয়দ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
আগস্ট পর্যন্ত চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি কমলাপুর, পানগাঁও কাস্টমস হাউজ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (উত্তর ও পশ্চিম, কুমিল্লা, রাজশাহী, রংপুর, যশোর কমিশনারেট ও ঢাকা বন্ড কমিশনারেট পুরোপুরি লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে।
ঢাকা ও মংলা কাস্টমস হাউজ, খুলনা ও সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ও চট্টগ্রাম বন্ড কমিশনারেট পুরোপুরি লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়নি।
বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা (উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম), রাজশাহী, সিলেট ও রংপুর ভ্যাট কমিশনারেট লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম ও চট্টগ্রাম, যশোর, খুলনা ও কুমিল্লা সক্ষম হয়নি।
করদাতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা, স্থানীয় প্রশাসন ও প্রতিষ্ঠানের সু-সর্ম্পক স্থাপন, নিবিড় মনিটরিং, বকেয়া আদায়, এডিআর মামলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও টিমওয়ার্কের মাধ্যমে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে অধিকতর প্রয়াস চালানোর জন্য সুস্পষ্ট নির্দেশনা দেন চেয়ারম্যান।
নজিবুর রহমান বলেন, যেসব কর্মকর্তা লক্ষ্যমাত্রা পূরণে নিবেদিত হয়ে কাজ করছেন তাদের অর্জনকে আমরা স্বীকৃতি দিয়েছি। যারা লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হননি তাদের আরো উদ্বুদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দিচ্ছি।
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
আরইউ/আরআইএস/এসএইচ