ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরার ভোজ্যতেল প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
বসুন্ধরার ভোজ্যতেল প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু ছবি: কাশেম হারুন

ঢাকা: বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের আওতাধীন ভোজ্যতেল রিফাইনারি ই‌উনিট প্রকল্প বাস্তবায়নের আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর সেমিনার কক্ষে প্রকল্পটির ‘কিক অব সিরিমনি’র উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান বলেন, দৈনিক ২ হাজার মেট্রিক টন (পাম ও সয়াবিন) রিফাইনিং ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক এই তেল রিফাইনারি মিলটি দেশের ভোক্তাদের চাহিদা অনুসারে আন্তর্জাতিক গুণগত মানসম্পন্ন পণ্য বাজারজাত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। লিপিকো টেকনোলজি (সিঙ্গাপুর) প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি দিকে সহায়তা করছে।

তেল পরিশোধন ও বাজারজাত করণের লক্ষ্যে সকল সুবিধাসম্পন্ন এই ফ্যাক্টরিটির অবস্থান ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁওয়ে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্কে হবে।

লিপিকো টেকনোলজির প্রতিনিধি ফখরুল আলম বলেন, ভোজ্যতেলের বাজারে বছরে ২০ হাজার কোটি টাকার বিশাল বাজেট নিয়ে আসছে বসুন্ধরা। এটা দেশের জন্য সৌভাগ্য। তেলের বাজারে বসুন্ধরা ভালো করবে, এ সক্ষমতা তাদের আছে। সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি লিপিকো বসুন্ধরাকে কারিগরি সহায়তা প্রদান করবে।

বাংলাদেশের মার্কেটে ৬০ শতাংশ তেল লিপিকোর মাধ্যমে আসে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিএমডি মো. বেলায়েত হোসেন, ডিএমডি মো. মোস্তাফিজুর রহমান, বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ডিএমডি ইঞ্জিনিয়ার এ কে এম মাহবুব-উজ-জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এমসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।