ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেঁয়াজ ও সবজির বাজারে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
পেঁয়াজ ও সবজির বাজারে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর খুচরা সবজির বাজারে দাম বেড়েছে কয়েকগুণ। তবে কিছু কিছু সবজির দাম অপরিবর্তিত থাকলেও পেঁয়াজের দাম বেড়েছে সবচেয়ে বেশি।

যেখানে দু’দিন আগে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩০ টাকা, সেখানে শনিবার (০৮ অক্টোবর) বিক্রি হচ্ছে ৪০ টাকা।

শনিবার (০৮ অক্টোবর) রাজধানীর কারওরান বাজারে সবজি কিনতে আসা অধিকাংশ ক্রেতার অভিযোগ, আগের চেয়ে সবজির দাম বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, চলতি সপ্তাহে কাঁচাপণ্যের দাম বেড়েছে। তবে গরু ও ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে দেশি মুরগির দাম।

কারওরান বাজারে দেশি পেঁয়াজের দাম রাখা হচ্ছে ৪০ টাকা, যা গত দু’দিন আগে ছিলো ৩০ টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ ৩০ টাকা, যা আগে ছিলো ২৪ টাকা। রসুন ইন্ডিয়ান ২০০ টাকা আর দেশি রসুনের দাম ১৬ টাকা বেড়ে ১৬২ টাকা। আদা ইন্ডিয়ান কেজি প্রতি ১০০ ও দেশি ১২০ টাকা।

এছাড়া ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৩০ ও দেশি মুরগি হালিপ্রতি বিক্রি হচ্ছে ১১০০ টাকায়, যা আগে ছিলো ৯০০ টাকা।

অন্যদিকে, ঢেঁড়স কেজি প্রতি ১০ টাকা বেড়ে দাম ৫০, ৫৫ টাকার মুলা ৬০, ঝিঙায় সাত টাকা বেড়ে ৬০, চিচিংগা ৫০ যা আগে ছিলো ৪৫ টাকা। বরবটি ৮০, পটল বিক্রি হচ্ছে ৪০ আর কাঁচামরিচ  ১৬০ টাকায়। ৮০ টাকার টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ টাকা।

এছাড়া বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা, কচুরমুখী পাঁচ টাকা বেড়ে ৪৫ টাকা, করলায় ১০ টাকা বেড়ে ৬০, পেঁপে পিস প্রতি ৩০, গাজর ৬০ টাকা, লেবু ৩০ টাকা (হালি), লাউ ৩০ টাকা, প্রতিকেজি দেশি আলু ২৫ টাকা ও ভারতীয় আলু ২২ টাকা দামে বিক্রি হচ্ছে। লালশাকের আঁটিপ্রতি ছয় টাকা বেড়ে ১৫ টাকা, মিষ্টি কুমড়া পিসপ্রতি ১০ টাকা বেড়ে ৪০ টাকা, পুঁইশাক আ‍ঁটিপ্রতি পাঁচ টাকা বেড়ে ২৫ টাকা ও কাঁচাকলা হালি প্রতি ১০ টাকা বেড়ে ৪২ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারে সবজি কিনতে আসা আসিফ বাংলানিউজকে বলেন, গত দু’দিন আগে বাজারে যা দাম ছিলো আজ (শনিবার) বাজারে সবকিছুর দাম বাড়তি বাড়তি মনে হচ্ছে।

কোন সবজির দাম বেড়েছে জানতে চাইলে তিনি বলেন, যেমন পেঁয়াজ ও সবজির বাজার আজ চড়া। বৃহস্পতিবার মিষ্টি কুমড়া কিনেছি ২৮ বা ৩০ টাকায়, আজ ৪০ টাকা। পেঁয়াজ ছিলো ৩০, আজ ৪০ টাকা। এভাবে যদি প্রতিনিয়ত দাম বাড়তে থাকে তাহলে আমরা যারা মধ্যবিত্ত আছি, তাদের রাজধানীতে বসবাস করা অনেক কষ্টকর হয়ে যাবে।

অন্যদিকে, কারওরান বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাছের আমদানি দেখা গেছে পর্যাপ্ত। কিন্তু দাম তুলনামূলকভাবে একটু বেশি।

রুই মাছ (ছোট) ২৪০ টাকা, রুই (বড়) ৩৫০ টাকা কেজি। পাঙ্গাস ১২০ টাকা, কই (ছোট) ১৫০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, শিং (ছোট) ৩২০ ও শিং (বড়) ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

শনিবারের বাজার অবস্থা সম্পর্কে জানতে চাইলে কারওরান বাজারের সবজি বিক্রেতা ফরিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আজ (শনিবার) প্রায় সবকিছুর দাম একটু বেশি। এর মধ্যে পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে।

তিনি ‍আরও বলেন, বাজার অবস্থা কখন কেমন যায় কারও পক্ষে বলা সম্ভব নয়। এই বাড়ছে এই কমছে। তবে আমরা যেমন কিনতে পারবো তেমনই বিক্রি করবো। আর লোকসান করে তো ব্যবসা করা যাবে না।
 
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
এসজে/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।