ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিবি’তে যোগ দিচ্ছেন অর্থ সচিব মাহবুব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
এডিবি’তে যোগ দিচ্ছেন অর্থ সচিব মাহবুব

ঢাকা: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন অর্থমন্ত্রণালয়ের বর্তমান সচিব মাহবুব আহমেদ।

এডিবিতে যোগ দিতে মাহবুব আহমেদ সম্মতি জানানোয় এ বিষয়ে প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে অর্থমন্ত্রণালয়।

শুরুতে ব্যাংকিং ডিভিশনের সাবেক সচিব ড. এম আসলাম আলম নতুন অর্থসচিব হিসেবে যোগ দেবেন এমন গুঞ্জন শোনা গেলেও গত বুধবার (৫ অক্টোবর) তাকে বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (পিএটিসি) রেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আর এম আসলাম আলমকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ওএসডি করে রাখা হয়েছিলো।

অর্থমন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে আসছে ডিসেম্বরেই এডিবি’তে বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেবেন মাহবুব আহমেদ।

নতুন অর্থ সচিব হিসেবে কে নিয়োগ পাচ্ছেন তা চূড়ান্ত হবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশ্ব ব্যাংকের বৈঠক শেষে দেশে ফেরার পর। এ সপ্তাহের শেষের দিকে অর্থমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
আরএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।