ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ফাইন্যান্স-পদক্ষেপের ঋণচুক্তি সই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
ন্যাশনাল ফাইন্যান্স-পদক্ষেপের ঋণচুক্তি সই

ঢাকা: দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ঋণ সহযোগিতামূলক চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ন্যাশনাল ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে এ চুক্তির সই হয়।

এ চুক্তির আওতায় ন্যাশনাল ফাইন্যান্স ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রকে দুইশ’ মিলিয়ন টাকা ঋণের সহায়তা দেওয়া হবে।


ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর সাইফুদ্দিন এম নাসের ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষে প্রতিষ্ঠানের সভাপতি এবিএমসিদ্দিক ও নির্বাহী পরিচালক ইকবাল আহাম্মাদ এ চুক্তিতে সই করেন।

এসময় ন্যাশনাল ফাইন্যান্সের (ডিএমডি) গোলাম সারওয়ার ভূঁইয়া, কোম্পানির সেক্রেটারি নাজমুল করিম ও দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।