ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবি’তে জাতীয় ফার্নিচার মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
আইসিসিবি’তে জাতীয় ফার্নিচার মেলা শুরু ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘আমার দেশ আমার আশা, দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সি‌টি বসুন্ধরায় (আ‌ই‌সি‌সি‌বি) শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ১৩তম জাতীয় ফার্নিচার মেলা।

মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এই মেলার উদ্ধোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়াতুল্লাহ আল মামুন।

 

ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার’র  (ডিটিসি) আয়োজনে এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফআইওএ) পৃষ্ঠপোষকতায় এই মেলা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।  

এবারের মেলায় দেশের শীর্ষস্থানীয় ২৬টি ফার্নিচার উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।  

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়াতুল্লাহ আল মামুন বলেন, জাতীয় ফার্নিচার মেলার প্রধান উদ্দেশ্য দেশীয় ফার্নিচারের প্রচার এবং দেশি ও বিদেশি ক্রেতাদের ফার্নিচার পণ্যের গুণগত মান সম্পর্কে অবহিত করা।  

তিনি আরো বলেন, প্রতিবছর আমাদের দেশের ফার্নিচার বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। ভবিষ্যতে এই খাতকে আরো বেশি শক্তিশালী করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের দিকেও নজর রাখতে হবে।

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মাফরুহা সুলতানা, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি কে.এম. আকতারুজ্জামান, সংগঠনটির মহাসচিব মো. ইলিয়াস সরকার, মেলা কমিটির আহ্বায়ক শেখ আব্দুল আউয়াল।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় বিনামূল্যে প্রবেশ করা যাবে।  

বাংলাদেশ সময়: ২০৩১ ঘন্টা, অক্টোবর ১১, ২০১৬
এসজে/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।