ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অতিলোভী ব্যবসায়ীদের কারণে সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে

অর্থনীতি-ব্যবসা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
অতিলোভী ব্যবসায়ীদের কারণে সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে

ঢাকা: ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতা পরিহার করার আহবান জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতা থেকে বেরিয়ে এসে পণ্য মানের বিষয়ে সচেতন হতে হবে। গুটি কয়েক অতিলোভী ব্যবসায়ীর কারণে সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে।

৪৭তম বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই আয়োজিত Standards build trust  অর্থাৎ ‘মান আস্থা সৃষ্টি করে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বৃহস্পতিবার ( অক্টোবর ২০) এ আহ্বান জানান। রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিএসটিআই মহাপরিচালক ইকরামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, এনডিসি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) ও বিএসটিআই এর পরিচালক (মান) মো. রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘন্টা, অক্টোবর ২০, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।