ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটিসেলের প্রধান কার্যালয়ে বিটিআরসি’র অভিযান চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
সিটিসেলের প্রধান কার্যালয়ে বিটিআরসি’র অভিযান চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মহাখালীতে মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেলের প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির কর্মকর্তাদের সঙ্গে র‌্যাব ও পুলিশের সদস্যরাও উপস্থিত রয়েছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে অভিযান‍কারী দল সিটিসেলের কার্যালয়ে প্রবেশ করে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে জানান, আদালতের কোনো এক নির্দেশ পালন করতে বিটিআরসি কর্মকর্তারা কার্যালয়ে গেছেন।

তবে সেখানে কী হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

** সিটিসেলকে দু’মাসের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৬
পিএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।