ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অশোক লেল্যান্ডের প্রথম বৈদ্যুতিক বাস উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
অশোক লেল্যান্ডের প্রথম বৈদ্যুতিক বাস উদ্বোধন

ঢাকা: ভারতের হিন্দুজা গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি অশোক লেল্যান্ড গত ১৭ অক্টোবর চেন্নাইয়ে প্রথম বৈদ্যুতিক বাস ‘সার্কিট’ উদ্বোধন করেছে।

 

সোমবার (২৪ অক্টোবর) কোম্পানিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় প্রকৌশলীরা বাসটির সম্পূর্ণ নকশা ও প্রকৌশল কার্য সম্পাদন করেছেন। ভারতের সড়ক অবস্থা ও যাত্রীদের কথা বিবেচনা করে সম্পূর্ণ বিদ্যুৎচালিত ও পরিবেশবান্ধব (জিরো ইমিশন) বাসটি তৈরি করেছে অশোক লেল্যান্ড। ‘সার্কিট’ সিরিজের বাসগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য অফার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিলনাড়ু সরকারের শিল্প ও বাণিজ্যবিষয়ক অতিরিক্ত প্রধান সচিব আম্বুজা শর্মা।

এসময় তিনি বলেন, আজকের দিনটি আমাদের দেশ ও প্রদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোম্পানিটি ভারতের জন্য এবং ভারতে নির্মিত প্রথম বৈদ্যুতিক বাস গণপরিবহনের একটি বিশাল পদক্ষেপ। আমরা অত্যন্ত আনন্দিত অশোক লেল্যান্ড এ কাজটি সম্পন্ন করেছে। নতুন বাস চালু হলে এটি জ্বালানি আমদানির ক্ষেত্রে ভারত সরকারের আট লাখ কোটি রুপি সাশ্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে এবং এ বাসটি দূষণমুক্ত পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবে।

অশোক লেল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক ভিনোদ কে. দেশারী বলেন, গণপরিবহনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম কোম্পানি হিসেবে আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আমরা এমন একটি পণ্য তৈরি করেছি যা শহরগুলোর পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে আমাদের আপনার লাভ, আমাদের লাভ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।