ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কমেছে সবজির দাম, বেড়েছে আলু-মসলার দাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
কমেছে সবজির দাম, বেড়েছে আলু-মসলার দাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কারওয়ান বাজার থেকে (ঢাকা): শীতের সবজি বাজারে আসার সঙ্গে সঙ্গে বাজারে কমেতে শুরু করেছে কাঁচা সবজির দাম। এছাড়া মাছ মুরগীর দাম গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে।

কিন্তু বেড়েছে মসলার দাম।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজারে মাছ, মুরগী, সবজি ও মসলার বাজার ঘুরে দেখা যায়, প্রতিদিনের মতোই বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়। এছাড়া শুক্রবার হওয়ায় ভিড় আরো বেড়েছে। শীতের আগমনের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর সবজির আসায় দাম গত সপ্তাহের চেয়ে কমেছে। আর মাছ, মাংস ও মুরগীর দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে আলু ও মসলার দাম।

কারওয়ান বাজারে কথা হয় সবজি বিক্রেতা বিল্লাহ হোসের সঙ্গে। তিনি বাংলানিউজকে জানান, সবজির দাম গত সপ্তাহের চেয়ে কমেছে। গত সপ্তাহে বেগুন, সিম, ফুলকপি, ঢেঁড়স  ও চিচিঙ্গা বিক্রি হয়েছিল গড়ে প্রায় ৫০ টাকা কেজি দরে। এ সপ্তাহে তা কমে বেগুন ৪০, সিম, ফুলকপি, ঢেড়শ, ও চিচিংগা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। তবে আলুর দাম কেজিতে ৭ টাকা বেড়ে ২৫ টাকা হয়েছে। আগে ছিল ১৮ টাকা।

মাছ, মাংস ও মুরগীর বাজার গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। মাছের বাজারের প্রদীপ মিত্র, মুগীরর বাজারে মিনহাজ মিয়া বাংলানিউজে জানান, বাজার দর গত সপ্তাহের মতো রয়েছে।  

মসলার দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহে মরিচের দাম ছিল কেজি প্রতি ২২০ টাকা, এখন ২৫০। হলুদ ১৮০ খেকে বেড়ে ২২০ টাকা হয়েছে। এছাড়া জিরা ৩৯০ থেকে বেড়ে হয়েছে ৪২০ টাকা।  

কারওয়ান বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে এসেছেন এম এম রহমান গনি। তিনি বাংলানিউজকে বলেন, সবজির দাম কমেছে, মাছ ও মুগীর দাম আগের মতই। তবে মসলার দাম অনেক বেড়েছে।  

এক নজরে শুত্রবারের ( ২৮ অক্টোবর) বাজার চিত্র:

কাঁচাবাজার:
প্রতিকেজি শসা ৩০ টাকা, কাঁচা মরিচ ৬০, লম্বা বেগুন ৪০, গোল বেগুন ৪০, লাল সিম ২৫, সবুজ সিম ৩০, ঝিঙ্গা ৫০, মুলা ২০, চিচিঙ্গা ৫০, আলু ২৫, গাজর ২৫, করলা ৪০, ঢেঁড়স ৪০, পটল ৪০, পেঁপে ২০, পাকা টমেটো ৬০, কাঁচা টমেটো ৩০ টাকা।

মুদি দোকান: 
প্রতিকেজি  দেশি পেঁয়াজ ৩০ টাকা, ভারতীয় পেঁয়াজ ২৫, চায়না ও ইন্ডিয়ান রসুন ৭০, দেশি রসুন ১৫০, হলুদ ২২০, গুঁড়া মরিচ ২৫০, ধনিয়া ৮৫ টাকা। জিরা ৪২০ টাকা, দারুচিনি ৩০০, এলাচি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৭০০ টাকা, দেশি মশুর ডাল ১২৫, ভারতীয় মশুর ডাল ৮০ টাকা, খোলা সোয়াবিন তেল ৯০ টাকা পেকেট, তেল ১৪০ টাকা। খোলা চিনি ৪৫ টাকা, প্যাকেট চিনি ৫০ টাকা।  

চাল: চাল মিনিকেট ৪৮, নাজিরশাইল ৬০ ও আটাশ ৫০ টাকা।  

মাছ ও মাংস: 
মাংসের বাজারে গরুর মাংস ৪২০, খাসির মাংস ৬৫০। বয়লার মসুরগি ১৪০, দেশি মুরগি পিস ২০০ টাকা। গলদা চিংড়ি মাছ ৬০০ টাকা।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।